• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শেয়ার বাজারে প্রথম ঘণ্টায় ৫০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান প্রবণতা দেখা দিয়েছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। লেনদেনেও বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম একঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্টের ওপরে বেড়েছে। লেনদেন হয়ে গেছে পাঁচশ কোটি টাকার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

এদিন ডিএসইতে প্রথম মিনিটে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্টের বেড়ে যায়। মধ্যে সূচক কিছুটা নিম্নমুখী হলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ১০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ২৮ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৮ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৬২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ১৯ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৮৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা